ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলার চরপোয়া এলাকা থেকে ছিনতাইকালে হাতেনাতে ধরে এলাকাবাসী গণধোলাই দিয়ে চার ছিনতাইকারীকে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। এরা হলো সন্তোষপুর গ্রামের পারভেজ (২০), ফারুক (২০), ইসমাইল (১৮) ও শরীফ (২০)। এ ব্যাপারে ছিনতাইয়ের শিকার মফিজুল ইসলাম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর মামলাটি দ্রুত বিচার আইনে দায়ের হয় (নং ৩২, তাং- ২৭/৯/২০১৪)।
মামলার অভিযোগে প্রকাশ, শনিবার রাতে ব্যবসায়ী মফিজুল ইসলাম কালিরবাজার থেকে বাড়ি যাবার পথে চরপোয়া নান্টু পাটওয়ারীর বাড়ির সামনে ৪/৫জন যুবক তার গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে তার কাছে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের হাতেনাতে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে তাদের থানা পুলিশের সোপর্দ করা হয়।