ফরিদগঞ্জে খাদিজা আক্তার নামে ৫ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
উপজেলার সাফুয়া গ্রামের মৃত ইব্রাহিমের মেয়ে কাছিয়াড়া মহিলা মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী খাদিজা তাদের বসত ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তাকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, খাদিজার পিতা ইব্রাহিমের মৃত্যুর পর তার মা রাবেয়া বেগম পুনরায় বিয়ে করেন। রাবেয়া বেগম তার নতুন স্বামী জাহাঙ্গীরের সাথে মাদ্রাসা এলাকায় ভাড়া বাসায় থাকেন। গতকাল রোববার বিকেলে এ বাসাতেই খাদিজা আত্মহত্যা করে। তবে কী কারণে সে আত্মহত্যা করলো তার কারণ জানা যায় নি।