গত ২৬ এপ্রিল বুধরার রাতে পুলিশ ফরিদগঞ্জের চান্দ্রা বাজার এলাকা থেকে পুলিশ লিটন উকিল(৩৫)নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। সে উপজেলার বালিথুবা গ্রামের সহিদ উদ্দিন উকিলের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় সরকারের অধীনে ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বালিথুবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন গোলযোগের কারনে ওই কেন্দ্রে ভোট গ্রহনে বিঘœ ঘটে। পরে এ ঘটনায় ২০০৯ সালে আটককৃত লিটন উকিলের বিরুদ্ধে জিআর-০৯/২০০৯ ( স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচন-২০০৮ এর ৮১ এর ১ বিধি ক ও খ উপবিধি অনুযায়ী) মামলা হয়। ওই মামলায় ২০১৫ সালের ২৪ নভেম্বর চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো: মোস্তাইন বিল্লাহ লিটনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর দীর্ঘদিন সে পলাতক ছিল। ফরিদগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন, সালাহ উদ্দিন শামীম এবং এএসআই কামাল উদ্দিন ও সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে তাকে চান্দ্রা বাজার এলাকা থেকে আটক করে।
ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা লিটনকে আটকের কথা স্বীকার করে জানান, লিটককে বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।