ফরিদগঞ্জে নিজেদের বাড়িতে আম কুড়াতে গিয়ে ৮ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক বাবুল হোসেনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে থানায় মামলা দায়েরের পর ফরিদগঞ্জ থানা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্যে গতকাল সোমবার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মামলার বাদী জানান, ৮ম শ্রেণিতে অধ্যয়নরত তার বোন শনিবার সকালে আম কুড়াতে বাড়ির পাশে বাগানে যায়। এ সময় প্রতিবেশী বাবুল হোসেন তার বোনকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। তখন তার বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বাবুল দৌড়ে পালিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আনিসুজ্জামান জানান, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং অভিযুক্ত বাবুল হোসেনকে রোববার রাতে আটক করে সোমবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম মামলা দায়ের ও বাবুল হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।