মানুষের মনুষত্বের অধপতন ঘটছে হিংস্র পশুর মত। দেশে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনার সংখ্যা ক্রমেই বাড়ছে। ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর গ্রামে ৮ বছর বয়সের প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছিলো। শিশুটির পক্ষে তার হতদরিদ্র পিতা বাদী হয়ে চাঁদপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করে। মামলা নং ২২৬। এছাড়া ওই মামলা তুলে নেয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছে বিবাদী পক্ষের ভাড়া করা সন্ত্রাসীরা। এদিকে অভিযুক্তের পরিবারের দাবি তাদেরকে সামাজিকভাবে হেয় করার জন্য এ ঘটনা সাজানো হয়েছে।
মামলার অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৯ অক্টোবর ২০১৪ তারিখ বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর গ্রামে একই বাড়ির প্রথম শ্রেণীতে পড়ুয়া ছেলে শিশুকে খালেক পাটওয়ারীর ছেলে তপু পাটওয়ারী (২০) জোরপূর্বক যৌন নির্যাতন করে। ওই যুবক চকলেট ও জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে লোকচক্ষুর আড়ালে নিজ ঘরে নিয়ে এ ঘটনা ঘটায়। পরপর দু’বার শিশুটির সাথে এ ধরনের ঘটনা ঘটায় বলে জানায় শিশুটির বাবা। এসময় তার ঠোঁটের দু‘পাশে রক্তাত্ব হলে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করানো হয়। এ ঘটনা প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি-ধামকি দেয় তপু পাটওয়ারী। পরে শিশুটির পিতা নির্যাতনের ঘটনাটি স্থানীয় কমিশনারসহ গণ্যমান্যদের জানালে তারা সুষ্ঠু বিচার করে-করছি বলে কালক্ষেপন করে। পরিবারটিকে মামলা না করতে হুমকি-ধমকি দেয়। স্থানীয়ভাবে বিচার না পেয়ে থানায় মামলা করতে যায় শিশুটির হতদরিদ্র পিতা। কিন্তু মামলা করতে বিলম্ব হওয়ায় থানা পুলিশ মামলা গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ দেয়। অতঃপর ঘটনার ২০ দিন পর ১৬ নভেম্বর শিশুটির পিতা বাদী হয়ে তপু পাটওয়ারীকে আসামী করে চাঁদপুর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করে। কিন্তু মামলার পর দেড় মাস পার হয়ে গেলেও মামলার উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি বলে জানায় শিশুটির পিতা। মামলাটি বর্তমানে চাঁদপুর সদর সার্কেলের কার্যালয়ে তদন্ত অবস্থায় আছে।
শিশুটির পিতা এ প্রতিনিধিকে জানান, তপু পাটওয়ারী সর্ম্পকে আমার সন্তানের চাচা হয়। সে কলেজে পড়ে । শিক্ষিত হয়েও কিভাবে আমার অবুঝ ছেলের সাথে জোরপূর্বক এ ধরনের নিকৃষ্ট কাজ করলো। এমতাবস্থায় বিবাদী পক্ষ মামলা তুলে না নিলে আমার ছেলেকে মেরে ফেলার এবং আমাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে আমার ও আমার ছেলের নিরাপত্তা চাই। এরকম ঘটনা যেন আর কারো সন্তানের সাথে না ঘটে এজন্য আমি আদালতের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
যৌন নির্যাতনের ঘটনা সর্ম্পকে বিবাদীর ভাই তপু পাটওয়ারী এ প্রতিনিধিকে বলেন, সমাজে আমাদের পরিবারের যথেষ্ট সুনাম রয়েছে। একই বাড়ির কুচক্রি মহল আমাদের ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। স্থানীয় ওয়ার্ড কমিশনার নজরুল ইসলামের অবর্তমানে দায়িত্বরত তার ভাই সফিকুর রহমান জানায়, আমরা স্থানীয়ভাবে উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। ছেলের বাবা আমাদের কাছে ৪দিন সময় চেয়েছিলো। যৌন নির্যাতন সর্ম্পকে এক প্রশ্নের জবাবে তিনি জানান আমরা ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়টি আল্লাই ভালো জানে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী হেলাল উদ্দিন বলেন, আমি এ বিষয়ে আপনাকে কিছু বলতে পারবো না। দেখে শুনে তারপর বলতে হবে।
শিরোনাম:
রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।