ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে তৃতীয় শ্রেণী পড়ুয়া ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে বিল্লাল হোসেন নামে সিএনজি অটোরিকশার এক লাইনম্যান। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গল্লাকবাজার এলাকায় ।
চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মক্তবে পড়তে যাওয়ার পথে বিল্লাল কৌশলে শিশুটিকে তার দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় আরেকজন সিএনজি অটোরিকশাচালক তার অটোরিকশাটি ওই দোকানে রাখতে গেলে বিষয়টি দেখে ফেলে। এতে শিশুটিকে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় বিল্লাল। এদিকে তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় চাঁদপুর জেনারেল হাসপাতালে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের আরএমও সাজ্জাদুল ইসলাম জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সে আশংকামুক্ত ।
শিশুটির বাবা গল্লাক এলাকায় রাজমস্ত্রি হিসেবে কাজ করে। তাদের পৈত্রিক বাড়ি চাপাইনবাগঞ্জ এলাকায়।
এ ব্যাপারে অভিযুক্তকে আটকের চেষ্টা ও মামলার প্রস্ততি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শামছুন্নাহার।