স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর শাহ ইয়াছিন (রহ.) ফাজিল মাদরাসা ময়দানে ৭৪তম ইসালে ছওয়াব মাহফিল ১৮ থেকে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফুরফুরা শরীফের পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহিল মারূফ সিদ্দিকী আল কুরাইশী সাহেব।
প্রথম দিন ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) ওয়াজ করেন- দৈনিক ইনকিলাবের সহকারি সম্পাদক আলহাজ হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ঝালকাঠি এনএস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. ছালেহ, রাজধানীর ডেমরা ডগাইর ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নূরুল আমিন আমজাদী। ইসলামপুর শাহ ইয়াছিন (রহ.) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আমীর হোছাইন। কুমিল্লা শাষনগাছা ওয়াপদা জামে মসজিদের খতিব মাওলানা বেলাল হোছাইন চিশতী। পবিত্র কুরআন তিলাওয়াত করবে শিশু ক্বারী আবু রায়হান।
দ্বিতীয় দিন আজ ১৯ জানুয়ারি (শুক্রবার) ওয়াজ করবেন- রাজবাড়ি ভান্ডারিয়া সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর মান্দারী সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহাম্মদ, ঢাকা রূপায়নটাউন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাইখ মো. জামাল উদ্দীন, নারায়ণগঞ্জ তল্লা জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান। পবিত্র কুরআন তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী নাজমুল হাসান ও মিসর, দুবাই, জেদ্দা এবং মাক্কায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী আব্দুল্লাহ আল মামুন। এই মহতি মাহফিলে দ্বীনদার মুমিন মুসলমান ভাইদিগকে দলে দলে যোগদান করার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীত আহ্বান করা হয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৫ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ৩১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।