দেলোয়ার॥
ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন বৃহস্পতিবার আলাদা দুটি ভেনুতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১ম ভেনু ৬নং লোহাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ২য় ভেনু মদনের গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। উভয় ভেনুর খেলা উদ্ভোদন করেন ফরিদগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে আরো উপস্থিত ছিলেন ১ নং বালিথুবা ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নূরে আলম, সেক্রেটারী মোঃ মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক পলাশ দাশ সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। টুর্নামেন্ট উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মোঃ বোরহান উদ্দিন বলেন এই ছোট ছোট ছেলেমেয়েদের যে প্রতিভা আছে আমাদেরকে তা ফুটিয়ে তুলতে হবে। এর জন্য সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এলাকার সকল জনসাধারন, বিত্তশাালী এবং ক্রিড়া প্রেমীদের এই বিষয়ে সকল ভাবে সহযোগিতা করতে হবে। এছাড়া সরকার এই বিষয়ে যেভাবে এগিয়ে আসছে তার সাথে সাথে আমাদেরকেও এগিয়ে আসতে হবে। শিশুদের উন্নয়নের দিকে সকলের দৃষ্টি রাখার প্রতি ইঙ্গিত করে বলেন এই ছোট ছেলে মেয়েরা এখন ইউনিয়ন পর্যায়ে খেলছে। এর পর উপজেলায়, জেলা এবং বিভাগীয় পর্যায়েও খেলবে। সবশেষে সারা দেশ থেকে আগত খেলোয়াড়দের সাথে তারা খেলবে। তাদের এই স্বপ্ন আমারা নষ্ট করে দিতে পারি না এবং তাদের স্বপ্নগুলো যেন নষ্ট না হয় সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। টুর্নামেন্টের ১ম ভেনু পরিচালনায় ছিলেন লোহাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন, পালতালুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলাশ দাশ ও ইকবাল হোসেন মজুমদার। ২য় ভেনু পরিচালনায় ছিলেন সকদিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূরে আলম ও মোঃ মহসিন মিয়া এবং খারখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান। টুর্নামেন্টের উদ্ধোধনী খেলায় ১ম ভেনুতে বঙ্গমাতা গ্রুপে অংশগ্রহণ করে পালতালুক বনাম সকদীরামপুর এতে বিজয়ী পালতালুক এবং বঙ্গবন্ধু গ্রুপে অংশগ্রহণ করে পালতালুক বনাম লোহাগড় এতে বিজয়ী পালতালুক। ২য় ভেনুতে অংশগ্রহণ বঙ্গমাতা অংশগ্রহণ করে মদনের গাঁও বনাম খাঁড়খাদিয়া এতে বিজয়ী মদনের গাঁও ।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।