ফরিদগঞ্জ প্রতিনিধি :বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বাঁচাতে উঠে পড়ে লেগেছে। মৌলবাদী শক্তির মতো তারা জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচিকে নৈতিক সমর্থনের মাধ্যমে দেশবাসীর কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করলো। জামায়াত নিজেদের অসত্দিত্ব রৰায় ক্রমেই হিংস্র হয়ে উঠবে। তাই এদের ধ্বংসাত্মক কর্মসূচিকে প্রতিহত করতে তৃণমূল থেকে আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। বুধবার বিকেলে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহম্মদ শামছুল হক ভূঁইয়া এসব কথা বলেন। তিনি আরো বলেন, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন আওয়ামী লীগের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তাই আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মনে রাখতে হবে, সকলেই আপনারা একই পরিবারের সদস্য। বিজয়ী ও বিজিত সকলেই একত্রে আগামীতে সকল আন্দোলন- সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে প্রত্যাশা করছি।
উপজেলা অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান রাজা পাটওয়ারীর সভাপতিত্বে ও সম্পাদক কামাল মিজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মিয়াজী, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, তাফাজ্জাল হোসেন এসডু পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আঃ বারী মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল বাশার কালু পাটওয়ারী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান। এছাড়া জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম বিএড, উপজেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান বাবলু, লোকমান তালুকদার, সাগংঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান আজাদ, সদস্য মোতাহার হোসেন, ওমর ফারুক ফারকী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওয়াহিদুর রহমান রানা, সম্পাদক ইকবাল হোসেন মিঠু, যুবলীগ সভাপতি মাসুদুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিজি, সাবেক ছাত্রলীগ নেতা মজিবুর রহমান, রুহুল আমিন রুবেল এবং পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশন শেষে সভাপতি পদে প্রসত্দাব সমর্থনের মাধ্যমে সভাপতি পদে ৪জন আব্বাছ গাজী, কামাল পাঠান, মোতাহার হোসেন রতন, মোফাজ্জল হোসেন খান মহসীন ও সাধারণ সম্পাদক পদে ৩জন অহিদুর রহমান পাটওয়ারী, জসিম উদ্দিন পাটওয়ারী ও মাহফুজুল হক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। গোপন ব্যালটের মধ্যমে সভাপতি পদে মোতাহার হোসেন রতন এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজুল হক নির্বাচিত হন।