আনিছুর রহমান সুজন :
ফরিদগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার, সম্মননা, সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়োমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নিবার্হী অফিসার মো: জয়নাল আবদীন বক্তব্য রাখতে গিয়ে বলেন, কিন্ডারগার্টেন গুলো প্রতিষ্ঠা হওয়ার পর প্রাথমিক শিক্ষা স্তরে একটি প্রতিযোগিতা শুরু হয়েছিল। যা শিক্ষার মান্নোয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বর্তমানে তাদের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে একটি শক্তিশালী কাঠামোর মধ্যে নিয়ে এসেছে। এখন প্রয়োজন কিন্ডারগার্টেন গুলোকে তাদের শিক্ষার মান্নোয়নে আরো বেশি মনোযোগী হওয়া। তাতে অবশ্যই শিক্ষক, অভিভাবক এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের আরো এগিয়ে আসতে হবে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মকবুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিত উল ইসলাম প্রিন্সের পরিচলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসকাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান , সম্পাদক নুরুন্নবী নোমান এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে সাংবাদিক প্রবীর চক্রবর্তী বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত ২শত৫৩জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরষ্কার, সম্মননা, সনদপত্র এবং স্বরনিকা তুলে দেন।#
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।