স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার ২ স্কুল ছাত্রী অপহরণের ৯ দিন পরও উদ্ধার হয়নি। পুলিশ এ ২ টি ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে। আজ রোববার ফরিদগঞ্জ থানা পুলিশ এদেরকে আটক করে। ঘটনাটি ঘটেছে, গত ১৭ ও ১৯ ডিসেম্বর উপজেলার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় এলাকা ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এলাকায়। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করেছে স্কুল ছাত্রীদের পিতা। ফরিদগঞ্জ থানার এসআই মোঃ ইব্রাহিম জানান, গত ১৭ ডিসেম্বর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ফারুক হোসেনের মেয়ে জ্যাতি আক্তার (১৪) স্কুল বাড়ি আসার পথে এলাকার আল-আমিন (২২) সহপাটিসহ তাকে জোরপূর্বক মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়। অপরদিকে গত ১৯ ডিসেম্বর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এলাকার কামাল হোসেনের মেয়ে ফারজানা আক্তার (১১)কে এলাকার আবু সায়েদ দেওয়ান (২৫) স্কুলে যাওয়ার পথে তার ৮/১০ জন বন্ধ-বান্ধবসহ জোরপূর্বক সিএনজি স্কুটারে উঠিয়ে নিয়ে যায়। এসআই ইব্রাহিম ২টি মামলায় এজাহার ভুক্ত আসামী আরিফ হোসেন ও আবু সাইয়েদের পিতা-মাতাকে আটক করেছে। এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি রোস্তম আলী জানান, অপহরণকারীদের আটকের চেষ্টা ও অপহৃতাদের উদ্ধারের ব্যাপক অভিযান চালানো হচ্ছে।