প্রতিনিধি ॥ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা মঠ এলাকায় বজ্রপাতে হৃদয় (১৫) নামে স্কুল ছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় হৃদয় বন্ধুদের সাথে চাঁদপুর শহর থেকে ফরিদগঞ্জ উপজেলার ঐতিহাসিক মঠ দেখ গিয়ে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। এ সময় আহত হন তার সাথে থাকা আরো ৪ সহপাঠী।
হৃদয় চাঁদপুর শহরের আদালত পাড়ার ইব্রাহীম খলিলের ছেলে। সে শহরের কালেক্টরেট স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
মঠ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. বারাকাত উল্যাহ পাটওয়ারী জানান, মঠ দেখার জন্য হৃদয়সহ তার ৪ সহপাঠী দুপুরে ঘুরতে আসে। হৃদয় মঠের সামনের গেইটে ছিলো। বাকীরা ছিলো মঠের ভিতরে। হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়ে শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রায়হান বিষয়টি নিশ্চিত করেন।