স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে বিষধর সাপের ধবংর্শনে মো: মহসিন ভুঁইয়া (৩৫) নামে একজন রাজমেস্তরীর মৃুত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,রবিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের ২শ’ বছরের একটি পুরাতন পরিত্যাক্ত বাড়িতে। একই এলাকার সেকান্দার ভুঁইয়ার ছেলে মো: মহসিন ভুঁইয়া প্রতিদিনের মত তার যন্তপাতির ব্যাগটি রাখার জন্য ঐ বাড়িতে যায়। তখন বিষধর সাপ তাকে ধবংর্শন করে বলে তার ভাতিজা মামুন জানান্। তাৎক্ষনিক তাকে প্রথমে ফরিদগঞ্জ হাসপাতালে পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসেন তাকে মৃত ঘোষনা করেন।