প্রতিনিধি
ফরিদগঞ্জ থেকে অপহৃত তরুণীকে ঢাকা আশুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। একই সাথে অপহরণকারীকে আটক করা হয়েছে। গতকাল ১৬ জুলাই বুধবার বিকেল সাড়ে ৫টায় আশুলিয়া থানা পুলিশের সহায়তায় চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু তরুণীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছেন।
জানা যায়, ফরিদগঞ্জ গাদ্বের গাঁও গ্রামের তরুণী (১৬) স্কুলে যাওয়ার সময় গত ২ জুন সকাল সাড়ে ১০টায় অপহরণ হয়। পরে ওই তরুণীর পরিবার ফরিদগঞ্জ থানায় ৬ জুন অপহরণ মামলা করেন। ফরিদগঞ্জ থানার মামলা নং ৪ তারিখ ৬/৬/২০১৪ইং। এক মাস ১৩ দিন অতিবাহিত হলে পুলিশ সুপার মোঃ আমির জাফর তরুণীকে উদ্ধারের জন্য চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবুকে স্পেশাল দায়িত্ব দেন। তারই সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহৃতা ও অপহরণকারীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে এই অভিযান চালান। গতকাল সকালে আহসানুজ্জামান লাবু ঢাকার আশুলিয়া থানা পুলিশের সহায়তায় আশুলিয়া দক্ষিণ গাজীর চর এলাকা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করে। একই সাথে অপহরণকারী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মাছিমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ পাটওয়ারীর ছেলে আফজাল হোসেন সোহেল পাটওয়ারী (২৬)কে আটক করে। গতকাল রাতেই উদ্ধার হওয়া তরুণী ও অপহরণকারী যুবক আফজাল হোসেন পাটওয়ারীকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। –
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।