ঢাকা জেলা ডিবি পুলিশের একটি দল অভিযানর্ চািলয়ে ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজার এলাকা থেকে ৮টি চোরাই মোটরসাইকেলসহ এসএম তুহিন রায়হান নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে। শনিবার গভীর রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটকের পর জব্দকৃত মোটরসাইকেলসহ তাকে ঢাকা নিয়ে যায়। ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের আমির হোসেনের ছেলে গ্রেফতারকৃত এসএম তুহিন রায়হান ওই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার কালিরবাজারে তুহিন এন্টারপ্রাইজ নামে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে।
ফরিদগঞ্জ থানার এসআই মনির ও এএসআই মঞ্জু জানান, সম্প্র্রতি ঢাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে ঢাকা ডিবি পুলিশ ঢাকা থেকে ২জন, মাদারীপুর জেলা থেকে ১জন ও বরিশাল থেকে ১জন আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ঢাকা ডিবি পুলিশের সিনিয়র এএসপি মুকিত সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ফরিদগঞ্জের কালিরবাজারে অভিযান পরিচালনা করে। এ সময় এসএম তুহিন রায়হানকে আটকের পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, তুহিন আন্তঃজেলা মোটরসাইকেল চোরাই চক্রের সদস্য।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম মোটরসাইকেলসহ যুবলীগ নেতাকে আটকের কথা স্বীকার করেছেন।