ফরিদগঞ্জ (চাঁদপুর) : দেশব্যাপী আবারো করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় নিয়মিত মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, জন সমাগম এড়িয়ে চলাকে ঘুরুত্ব দিয়ে কোভিডমুক্ত বাংলাদেশ এই স্লোগানে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে মাস্ক বিতরন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ রোববার দুপরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ) সার্কেল মোঃ সোহেল মাহমুদ এর নেতৃতে পথচারী, যাত্রী, যানবাহন চালকের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ওসি তদন্ত বাহার মিয়া, ট্রাফিক ইনিস্পেক্টর সাইফুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, এসআই নাছির, আনোয়ার, জামসেদ ও এ এসআই রাজ্জাকসহ অনান্য পুলিশ সদস্যরা।
এসময় থানার অফিসার ইনচার্জন বলেন, পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদের নির্দেশে করোনার প্রাদুর্ভাব থেকে মানুষকে সচেতন করতে আমাদের কর্মসূচী চলমান রয়েছে। আমরা নিয়মিতই মানুষকে সতর্কীকরন কর্মসূচী পালন করছি। প্রতিটি ইউনিয়নব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, চিকিৎসক, সাংবাদিক ও পুলিশ করোনা মোকাবিলায় ঝুঁকি নিয়ে কাজ করেছে। সম্পূর্নভাবে সাধারন মানুষকে এ ভয়াবহতা থেকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
চাঁদপুরনিউজ/সংবাদদাতা/এমএমএ/