ফরিদগঞ্জ সংবাদদাতা: ১৪ ফেব্রুয়ারি রোববার ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার ছিলো প্রচার-প্রচারণার শেষ দিন।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন উপজেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের পাটওয়ারীর সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত হওয়ায় শুক্রবার তাদের বড় কোনো কর্মসূচি ছিলো না। তবে সকালে জেলা আওয়ামী মহিলা লীগ, বিকেলে উপজেলা যুবলীগের আলোচনা সভা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলামের অনুসারীরা উপজেলা সদরে নৌকার সমর্থনে মিছিল করে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা মিছিল হয়। কাউন্সিল প্রার্থীরাও আলাদা আলাদাভাবে মিছিল করেছেন।
১৯.৭৫ বর্গ কিলোমিটারের ৯টি ওয়ার্ডে ২০টি গ্রামের সমন্বয়ে গঠিত ফরিদগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৫ হাজার ৯শ’ ৩৪ জন ও মহিলা ভোটার রয়েছেন ১৫ হাজার ১শ’ ৫০ জন।
পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী এবং ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি হাফেজ মাওঃ দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংরক্ষিত ৩টি আসনের ১১জন প্রার্থী হলেন- ১নং ওয়ার্ডে কুসুম বেগম (জবা ফুল), জান্নাতের নেছা (চশমা), রজিনা (টেলিফোন), শাহীন আক্তার (আনারস), ২নং ওয়ার্ডে খতেজা বেগম (চশমা), সাবিনা ইয়াছমিন (জবা ফুল), হাছিনা আক্তার (আনারস), ৩নং ওয়ার্ডে গীতা রাণী দাস (টেলিফোন), ফাতেমা বেগম (চশমা), মাহমুদা বেগম (জবা ফুল) ও সেলিনা আক্তার যুথী (আনারস)।
পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৬২জন প্রার্থী।
চাঁদপুরনিউজ/এমএমএ/