মো. শিমুল হাছান
ফরিদগঞ্জ পৌর সভার ৫নং ওয়ার্ডের বড়ালী গ্রামে একটি নতুন মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ‘আবুজর গিফারী (রা:) মাদ্রাসা’ নামে নব্য প্রতিষ্ঠিত ওই মাদ্রাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যক্সেসবার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বৃহত্তর কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. মো. আব্বাস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদগঞ্জ পৌরসভার বিদ্যালয়হীন বড়ালী গ্রামে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নতুন এই মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই মাদ্রাসাটি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে চলতে পারে এই জন্য সবাইকে এগিয়ে এসে আন্তরিক সহযোগীতা করতে হবে।
মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. হারুনুর রশিদের সভাপতিত্বে ও মোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলর মো. জামাল উদ্দিন, রাজনীতিবিদ মো. জাহাঙ্গীর আলম, মো. মনিরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, আবুল হাসেম তালুকদার, মাও. হেলাল উদ্দিন, ওজিউল্ল্যহ কন্ট্রাক্টর, নাছির আহম্মেদ, শাহাদাত হোসেন, সোহাগ পাটওয়ারী প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।