ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় মিলিত হন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন,‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকরা সমাজের কল্যাণ করতে পারে। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাদের কলমী শক্তিই পারে সমাজ পরিবর্তন করতে।’ এসময় তিনি বলেন,‘ফরিদগঞ্জ প্রেসক্লাবকে আমার দেওয়ার কিছু নেই। আছে শুধু ভালোবাসা। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাথে আমি আছি এবং থাকবো।’
গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর মুজিবুর রহমান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশন’র স্টাফ রিপোর্টার ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্যাহ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান, চ্যানেল নাইন’র জেলা প্রতিনিধি মো.নাছির উদ্দিন পাঠান প্রমুখ।#
শিরোনাম:
বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।