দেলোয়ার॥
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়ন বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবুল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার চান্দ্রা ইমাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল টুর্নামেন্টের বঙ্গবন্ধু গ্রুপে বিজয়ী হয়েছে মদনের গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গ্রুপে পালতালুক সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোতালেব। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হোসেন পাটওয়ারী, ক্রিড়া সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব শাহ মোঃ মকবুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা জনাব মোঃ সফিকুর রহমান পাটওয়ারী, বালিথুব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব বাচ্চু মিয়া, সহ-সভাপতি জনাব আলাউদ্দিন সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী বিল্লাল হোসেন খান, , ইউনিয়ন আওয়ামীলীগ সাঃগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বকাউল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জানাব আব্দুল হাই তপাদাদার, চান্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব অবঃ, বাংলাদেশ নৌ বাহিনী। বালিথুব ইউনিয়ন বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান জনাব মোঃ আতিকুর রহমান সভাপতিত্বে ও মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিচারকমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বাবু হরিপদ দত্ত, সফিকুর রহমান, মোঃ নুরে আলম, কামাল হোসেন। সার্বিক সহযোগীতায় ছিলেন ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো ঃ বোরহান উদ্দিন, বালিথুব ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মোঃ নুরে আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন সোসাইরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ শাহ আলম, সবুজ ও দিদাররুল ইসলাম।
শিরোনাম:
সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।