মিজানুর রহমান রানা
ফরিদগঞ্জ বিজয়মেলায় ৩০ নভেম্বর রোববার মঞ্চস্থ হচ্ছে অনন্যার নাটক ‘তোমরাই’।
আবদুল্লাহ আল মামুন রচিত এ নাটকের কাহিনী আবর্তিত রঞ্জুকে ঘিরে। বাংলাদেশের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের অপব্যাখ্যা করার চক্রান্ত শুরু হয় স্বাধীনতার পর থেকেই। এক অদৃশ্য শক্তির পৃষ্ঠপোষকতায় এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের উত্তাপে শুষ্ক বাষ্পে রূপান্তরিত করার অপচেষ্টা করছে স্বাধীনতার পরাজিত শত্রুরা। তোমরাই নাটকে এইসব অপশক্তির মুখোশ উন্মোচনের চেষ্টা করা হয়েছে রঞ্জু নামক সাহসী তরুণদের অবয়বে।
হারুন আল রশীদের নির্দেশনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মো. হানিফ, শহীদ পাটওয়ারী, ভারতী মণ্ডল, চন্দন সরকার, আ. সোবহান চুন্নু, মৃণাল সরকার, মানিক দাস, কামরুল ইসলাম, জয়রাম রায়, হেলাল সুখ, আখলাকুল ইসলাম লাকু, জসীম মেহেদী, মুহাম্মদ আলমগীর, মিজানুর রহমান রানা, রুনা আক্তার আশা, শরীফুল ইসলাম, রাত্রি চৌধুরী, নূসরাত প্রমুখ।
মঞ্চ ও আলোক পরিকল্পনায় হারুন আল রশীদ। আলোক নিয়ন্ত্রণে গোবিন্দ মন্ডল ও বিশ্বনাথ চৌধুরী। আবহ সঙ্গীতে কার্তিক দাস। রূপসজ্জায় হরিমন্ডল। মঞ্চ সহযোগী স্বপন সাহা, মাসুদ রানা, ইমরান হোসেন।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।