ফরিদগঞ্জ-ভাটিয়ালপুর চৌরাস্তা থেকে চান্দ্রা-হরিনা সড়ক ব্যস্ততম সড়ক। হরিনায় ফেরি সার্ভিস থাকায় সড়কাটির গুরুত্ব অনেক। মদিনা মার্কেট এলাকায় মূল সড়কের উপর দিয়ে ভরাট কাজের জন্য ড্রেজারের পাইপ দিয়ে বালি নেয়া হয়। আর এ পাইপের উপর দিয়ে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। যে কোনো সময় কাত হয়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ছবিটি গত শনিবার সকাল সোয়া ৭টায় তোলা।
ছবি ও প্রতিবেদন : সোহাঈদ খান জিয়া।