রিফাত কান্তি সেন:-
আসন্ন ইউ পি নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ৮ নং পাইকপাড়া ইউ পি ৩ নং ওয়ার্ড এর সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী জনাব ওবায়দুর রহমান (রাজু) মতবিনিময় সভা।উক্ত সভাটি শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।
এসময় ৩ নং ওয়ার্ড এর সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজু তার বক্তিতায় আসন্ন ইউ পি নির্বাচনে ইউ পি সদস্য হিসেবে তাকে ৩নং ওয়ার্ড এ নির্বাচিত করার জন্য আহব্বান জানান।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন,
বিল্লাল কবিরাজ,মতিন মাওলানা,রাসেল রাজ[৮ নং ইউনিয়ন ছাত্রলীগ] ,আবদুল্লাহ বাবু,ওমর ফারুখ,ইকবাল হোসেন,অপু মজুমদার[ ৮ নং পাইকপাড়া, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি] কাউসার হামিদ[ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য]
ছাড়াও আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।