নিজ প্রতিবেদক
পূর্ব শত্রুতার জের হিসেবে রাতের আঁধারে একটি বসত ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুনে ওই বসত ঘরের প্রায় ৭ লাখ টাকার মালামাল ভস্মিভ’ত হয়েছে বলে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ অভিযোগ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া গ্রামে।
অগ্নিকান্ডের শিকার পরিবারের সদস্যরা জানায়, গত বৃহসপ্রতিবার রাতে একটি চৌচালা টিনের ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরে কেউ ছিলেন না। আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার শুনে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে সব মামলামাল ভস্মিভুত হয়ে যায়। ঘরের মালিক শাহজামাল পাটওয়ারী বলেন, পূর্ব শত্রুতার জের হিসেবে তার এই বসত ধরে রাতের আঁধারে আগুন লাগানো হয়েছে বলে তিনি মনে করছেন। আগুনে বিভিন্ন প্রকার আসবাব পত্র পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে শাহাজামাল দাবী করেন।
এ বিষয়ে শাহজামাল পাটওয়ারী ফরিদগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করার জন্য আবেদন দায়ের করেছে।
শিরোনাম:
রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
