নিজের ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে জনতার হতে আটক হওয়া হিন্দু যুবক সঞ্জয়কে ছাড়িয়ে নিলেন প্রভাবশালী সমাজপতিরা। চাঁদপুর শহরতলীর কল্যাণপুর ইউনিয়ন পরিষদে আটক থাকা শিলন্দিয়ার অরবিন্দ্র চন্দ্রের ছেলে সঞ্জয় চন্দ্রকে গত শনিবার রাতে এলাকার উত্তেজিত জনতা আটক করে। আটকের পর পরই স্থানীয় প্রভাবশালী মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে দৌঁড়-ঝাপ শুরু করে। গতকাল মঙ্গলবার স্থানীয় সমাজপতি আব্দুল হাই শেখ প্রতারক সঞ্জয়কে তার জিম্মায় ছাড়িয়ে নেন বলে স্থানীয়রা জানান। ফলে সঞ্জয়ের প্রেমের ফাঁদে পড়া আইরিনের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার বিবরণে জানাগেছে, প্রতারক সঞ্জয় গত ২০০৪ সালে ঢাকা শাহবাগ এলাকার সাবেক পুলিশ সুপার মৃত উত্তম কুমারের কন্যা শ্যামাকে বিয়ে করে। বিয়ের পর সঞ্জয়ের প্রতারনার কারনে শ্যামার পরিবার তাকে ত্যাজ্য (ঘর ছাড়া) করে বলে জানা গেছে। স্ত্রী শ্যামাকে নিয়ে শিলন্দিয়ায় স্বাচ্ছন্দেই ঘর-সংসার করতে থাকে। তাদের সংসারে (শিমা ৯ বছর) কন্যা সন্তান জন্ম নেয়। এরই মধ্যে নিজের ধর্ম গোপন করে দক্ষিন দাসদি গ্রামের বেলায়েত হোসেন ডাক্তারের কন্যা আইরিন আক্তার পারভিনের সাথে প্রেমের অভিনয় করে গত ২০০৯ সালে তাকে বিয়ে করেন।
স্ত্রী আইরিনকে নিয়ে সঞ্জয় শহরের নাজির পাড়ায় একটি ভাড়া বাসায় ঘর সংসার শুরু করেন। ইতোমধ্যে তাদের ঘরে জন্ম নেয় টুটুল (জয়) নামের সন্তান। বর্তমানে শিশুটির বয়স তিন। গত শনিবার রাতে সঞ্জয় তার শ্বশুর বাড়ি দাসদিতে গেলে তার প্রথম বিয়ে ও স্ত্রী-সন্তানের বিষয়টি চাউড় হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে আটক করে স্থানীয় জনতা কল্যাণপুর ইউপি চেয়ারম্যান কার্যালয়ে হস্তান্তর করে।
আটক প্রতারক সঞ্জয় জানান, অর্থের লোভে সে নিজের ধর্ম পরিচয় গোপন রেখে আইরিনকে প্রেমের ফাঁদে ফেলে (নোটারী) বিয়ে করে। ইতোমধ্যে তার শ্বশুরের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ধার নেয়। বর্তমানে সঞ্জয় স্থানীয় জনতাকে জানান, তার পে মুসলিম ধর্মান্তরিত হওয়া সম্ভব নয়। ফলে তার স্ত্রী আইরিন ও শিশু সন্তান টুটুলের পরিচয় কি হবে এ বিষয়ে কিছু বলতে অপরাগতা প্রকাশ করে।
এদিকে আটক সঞ্জয়কে স্থানীয় সমাজপতিরা ছাড়িয়ে নিয়ে গেলে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। উত্তেজনা দেখা দেয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মাঝে। এ ঘটনাটিকে কেন্দ্র করে যে কোন সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।