আনিছুর রহমান সুজন:
ফরিদগঞ্জে গ্রাম্য মাতব্বর হোসেন বেপারী(৫৫)কে নৃশংস ভাবে টেটাবিদ্ধ ও কুপিয়ে খুনের পুলিশ এই পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি। আজ বৃহষ্পতিবারও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল । এদিকে বুধবার রাতে নিহতের স্ত্রী রেখা বেগম আব্দুল্লাকে প্রধান অভিযুক্ত করে সুনিদিষ্ট ৭জন এবং অজ্ঞাত আরো ৫/৬জন অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। এদিকে ঘটনার পর থেকে সন্দিগ্ধ অভিযুক্তরা এলাকা ছাড়া। তাদের পুরুষদের পাশপাশি মহিলাদেরকেও দেখা যাচ্ছে না। গতকাল বৃহষ্পতিবার সকালে সরেজমিন গেলে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে ওই এলাকায় মোতায়েন থাকতে দেখা গেছে। পুরো এলাকা এখনো শুনশান নিরবতা দেথা গেছে। কিছু লোকজনকে আনা গোনা করেত দেখা গেলেও কেউই মুখ খুলছে না। পুলিশ এই পর্যন্ত কোন আসামীকে আটক করতে পারেনি। এদিকে গতকাল খ্রীষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন হলেও ঘটনাস্থলের পাশেই খ্রীষ্টান পল্লী হওয়ায় তারা কর্মসূচী সংক্ষিপ্ত করেছে। খ্রীষ্টান পল্লীর জন ডি সিলভা ও যোসেফ ডি সিলভাসহ কয়েকজন জানান, প্রতিটি বছরের ন্যায় এবছরও তারা বড় দিন পালনে ব্যাপক আয়োজন করলেও বুধবার তাদের পাশেই ঘটা নৃশংস খুনের ঘটনার প্রতি তারা সহমর্মিতা জানিয়ে কর্মসূচী সংক্ষিপ্ত করেছে।এদিকে গতকাল বৃহষ্পতিবার লাশের পোষ্ট মর্টেম শেষে দুপুরে হোসেন বেপারীর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সাহেবগঞ্জ গ্রামের মো: হোসেন বেপারী (৫৫) নামে এক গ্রাম্য মাতব্বর বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় র্দুবৃত্তরা তাকে টেঁটাবিদ্ধ(আঞ্চলিক ভাষায় ছল) করে ও কুপিয়ে হত্যা করে।#
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।