স্টাফ রিপোর্টার
ছারছীনা দরবার শরীফের মুবাল্লেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর ইউনাইটেড ঢাকার উপদেষ্টা সদস্য, চ্যানেল আই’র কাফেলা ও সত্যের পথে অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক আলহাজ্ব আল্লামা মাওঃ নূরুল ইসলাম ফারুকী (রহ.)-এর নৃশংস হত্যাকাণ্ডে গভীর উদ্ধেগ ও নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন চাঁদপুর জেলা ছাত্র হিযবুল্লাহ।
গতকাল ২৯ আগস্ট শুক্রবার সকাল ৯টায় চাঁদপুর শহরের শপথ চত্ত্বর মোড়ে ছাত্র হিযবুল্লাহ উদ্যেগে ছারছীনা ছিলছিলার অরাজনৈতিক সংগঠন জমইয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ নেতৃবৃন্দের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমইয়াতে হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দীন খন্দকার।
তিনি তার বক্তব্যে বলেন, মদীনার ইসলাম ও আওলিয়া কেরামদের পথ ও মতের সত্য কথাগুলো মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেছিলেন মাওঃ ফারুকী। বাতেলরা এই কন্ঠ রোধ করার জন্য পরিকল্পিতভাবে নিজ বাসায় তাকে নৃশংসভাবে হত্যা করেছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা ইয়াজিদের দোসর। আর ইয়াজিদদের দোসরদের হাতেই নূরুল ইসলাম ফারুকী শাহাদাতবরণ করেছেন। আমরা এর তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোড় দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, মিডিয়ার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা জাতির কাছে তুলে ধরেছেন দীর্ঘ দিন ধরে। ধর্মীয় নানা বিষয়ের তার এই সহজলভ্য উপস্থাপনা বা প্রমাণ্য চিত্র নবী প্রেমিকদের উজ্জেবিত করেছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা জমিয়াতুল মোর্দরেছীনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোস্তাফিজুর রহমান খান, ফরিদগঞ্জ মাজিদিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ও সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান। সন্তোষপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওঃ আ.হ.ম. সাইফুল্লাহ, সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ইদ্রীস, যুব হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মশিউর রহমান, ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সহ-সভাপতি মাওঃ মোঃ তাজুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ জাকির।
ছাত্র হিযবুল্লাহর জেলা সদস্য সচিব মোঃ হাবীবুর রহমান ও হাইমচর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মোঃ হাবীবুর রহমান, হাফেজ মোঃ মাছুম বিল্লাহ, হাফেজ মোঃ দ্বীন ইসলাম প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ছাত্রনেতা হাফেজ মোঃ আঃ কাদের, না’তে রাসুল (সাঃ) পরিবেশন করেন মোঃ রিয়াজুল ইসলাম ও মোহাম্মদ আলী। সবশেষে মাওঃ নূরুল ইসলাম ফারুকী (রহ.)-এর রূহের মাগফিরাত কামনা করে এবং তাঁর শোকাসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে সকলের জন্য দোয়া ও মুনাজাত করেন অনুষ্ঠানের সভাপতি।