মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় ছয় টিভি উপস্থাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইসলামী ফ্রন্টের সহযোগী সংগঠন ছাত্রসেনার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগ দায়ের করেন। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা হলেন- এনটিভি ও এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের আলোচক তারেক মনোয়ার ও কামাল উদ্দিন জাফরী, দিগন্ত টিভির ইসলামী অনুষ্ঠানের আলোচক কাজী ইব্রাহীম, এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক আরাকানুল্লাহ হারুনী, আরটিভি ও রেডিও টুডের উপস্থাপক খলেদ সাইফুল্লাহ বখশী এবং বাংলাভিশনের ‘কোরানের আলো’ অনুষ্ঠানের উপস্থাপক মুখতার আহমদ। ফারুকী হত্যার ঘটনায় শেরেবাংলা নগর থানায় তার ছেলের দায়ের করা মামলার সঙ্গে অভিযুক্তদের নাম ও সংশ্লিষ্ট ধারাটি যুক্ত করার আবেদন জানিয়েছেন তুষার। এই ছয়জনকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসাবে উল্লেখ করা হয়েছে। মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তার আবেদন শুনে বিষয়টি আদেশের অপেক্ষায় রেখেছেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।