মোবাইল ব্যাংকিংয়ের অন্যতম জনপ্রিয় কোম্পানী বিকাশের প্রতারণার শিকার হয়েই যাচ্ছেন গ্রাহক ও এজেন্টরা। এবার বিকাশের এজেন্টের কাছে ফিল্ডকর্মীর নাম্বার থেকে ফোন করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
গতকাল শহরের জে.এম সেনগুপ্ত রোডস্থ প্রিজম কম্পিউটার এন্ড টেলিকম সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, বিকাশ মোবাইল ব্যাংকিং চাঁদপুরের ডিলারের কাছ থেকে দীর্ঘ ৭/৮ মাস পূর্বে এজেন্ট নিয়োগপ্রাপ্ত হয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল প্রিজম কম্পিউটার এন্ড টেলিকম সেন্টারের বিপ্লব পাটওয়ারী। জেলায় ডিলারের নিয়োগ প্রাপ্ত ফিল্ডকর্মী প্রতিদিন বিকাশের মাধ্যমে লেনদেন করে থাকে। এ ধারাবাহিকতায় গতকাল দুপুরে উক্ত এজেন্ট নাম্বারে (০১৮৫৯০১৬২৪৭) নাম্বার থেকে কল আসে। বিপ্লব পাটওয়ারী কলটি রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে বিকাশ কোম্পানীর প্রতিনিধির পরিচয় দিয়ে মোবাইলে বিভিন্ন বাটম চাপতে বলে। এ সময় বিষয়টি সন্দেহ হলে সাথে সাথে তিনি ফোনটি কেটে দেয়। তাৎক্ষণিক চাঁদপুর ডিলারের নিয়োগপ্রাপ্ত ফিল্ডকর্মী মিঠুনের ০১৮৩২৩০০০৬১ নাম্বার থেকে কল আসে। ফোনটি রিসিভ করলে অপরপ্রান্ত থেকে বলেন, বিকাশের হেড অফিস থেকে আপনাকে ফোন করা হয়েছে আপনি কথা বলেন; এই বলে তিনি ফোনটি অন্য একজনকে দেন। নাম্বারটি পরিচিত এবং নিয়মিত এই নাম্বারে টাকা লেনদেন করায় বিষয়টি গুরুত্বের সাথে ওই ব্যক্তির সাথে কথা বলেন বিপ্লব পাটওয়ারী। তার সাথে বিকাশের বিভিন্ন লেনদেনের সম্পর্কে কথা বলার এক পর্যায়ে বিপ্লবে মোবাইলের *৪৭# সহ বেশ কিছু বাটন চাপতে বলে। সে কথার ফাঁকে বাটনটি চাপে। পরবর্তীতে অপরপ্রান্ত থেকে বিপ্লবকে এখনি আরো ৩২ হাজার টাকা তার বিকাশ এজেন্টে ঢুকানোর জন্য বলে। নতুবা এজেন্ট নাম্বারটি ব্লক করে দেয়া হবে বলে হুমকি দেয়। বিপ্লব পাটওয়ারী এতে সন্দেহ হলে সে অপারগতা প্রকাশ করে। অপরপ্রান্ত থেকে এজেন্ট নাম্বারটি ব্লক করে দেয়া হয়েছে বলে ফোনটি কেটে দেয়া হয়। তাৎক্ষণিক বিপ্লব বিকাশের এজেন্ট নাম্বারের ব্যালেন্সটি দেখতে গেলে নাম্বারটি ব্লক হয়েছে বলে মেসেজ প্রদর্শন করে। এ ব্যাপারে তিনি শহরের নুর ম্যানশন মার্কেটের ৩য় তলায় বিকাশ ডিলারের অফিসে গিয়ে ডিলার লতিফকে বিষয়টি অবগত করলে তিনি জানান, একটি কুচক্রি মহল ইন্টারনেটের মাধ্যমে ফিল্ড কর্মীদের নাম্বার হ্যাক করে এসব প্রতারণা করে থাকে। একটু সচেতন হলে হয়তো এ রকম ঘটনা ঘটতো না। তবে এ ব্যাপারে নীতিকথা ছাড়া কোন প্রকার সহযোগিতা না করায় হতাশ হয়েছেন এজেন্ট গ্রাহক বিপ্লব পাটওয়ারী।
উল্লেখ্য, এর আগেও বিকাশের মাধ্যমে লেনদেন করে বহু গ্রাহক ও এজেন্টগণ প্রতারিত হবার ঘটনা ঘটেছে। গতকালকের এ ঘটনায় বিকাশের মাধ্যমে লেনদেনের নিরাপত্তার বিষয়টি আবারো সন্দিহান হয়ে উঠেছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।