চাঁদপুর শহরের পুরানবাজার মধুসূদন স্কুলমাঠে ফুটবল টুনার্মেন্টে শরবত পান করাকে কেন্দ্র করে দু’গ্রুফের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫ টায় মধ্য শ্রীরামদী ভাওয়াল বাড়ি ও মেরকাটিজ রোডের যুবকদের সাথে এই সংর্ঘষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনার্চজ মাহাবুব মোল্লা ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্সনিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, পুরানবাজার মধুসূদন মাঠে বেশ কয়েকদিন যাবত ফুটবল টুনার্মেন্টের খেলা হচ্ছে। শনিবার বিকেলে মধ্য শ্রীরামদী একাদশ ক্লাব ও মেরকাটিজ রোড একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ পর্যায়ে দু’গ্রুফের খেলোয়ারদের মাঝে শরবত প্রাণ করা নিয়ে বাকবিদন্ড সৃস্টি হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হলে স্কুল মাঠে সংঘর্ষে বেধে যায়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শসস্ত্র নিয়ে হামলায় জড়িয়ে পরে। তারা ইট-পাটকেল ও গ্লাস ভাঙ্গা ছোরাছুরি করায় প্রায় ১০জন আহত হয়েছে। কিছুদিন পূর্বে রয়েজ রোডে প্রসাব করাকে কেন্দ্র করে এইভাবেই রাতে দু’গ্রুফের মাঝে সংর্ঘষ বাধে। সামান্য বিষয় নিয়ে উশৃঙ্খল যুবকরা এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের জাহির করার জন্য এই হামলা ভাংচুর ও সংঘর্ষ ঘটায়। পুরানবাজারের পুরোনো ইতিহাস আবারো জাগ্রত্য করার জন্য উশৃঙ্খল এই যুবকরা পূর্বের মতো দেশীয় অস্ত্র-শসস্ত্র নিয়ে হামলায় জড়িয়ে পরে। দীর্ঘ কয়েকবছর পুরানবাজার শান্ত থাকলে শান্ত পরিবেশ আবারো অশান্ত হয়ে উঠেছে। পুরানবাজার ফাঁড়ি পুলিশ অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে ঘটনার সাথে সাথেই এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। পুরানবাজার ফাঁড়ি ইনচার্জ মাহাবুব মোল্লা জানায়, পুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে পুরানবাজারে পুলিশ মোতায়েন রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে করে পুরানবাজারে সাধারণ মানুষের জানমাল নিরাপদ রাখা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত দু’গ্রুফের মধ্যে সংঘর্ষের আশংকা বৃদ্ধমান রয়েছে।