প্রতিনিধি
গতকাল শুক্রবার সকালে হাজীগঞ্জে সজীব মজুমদার (১৮) নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে থানা পুলিশ। হযরত মুহাম্মদ (সাঃ)-এর স্ত্রী উম্মুল মুমেনীন হযরত খাদিজাতুল কোবরা (রাঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে কটুক্তি করায় পুলিশ এ যুবককে আটক করে। সে উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর গ্রামের মজুমদার বাড়ির সফিকুল ইসলাম মজুমদারের ছেলে। আটক সজীব হাজীগঞ্জ মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
পুলিশ জানায়, সজীব ফেইজবুকে হযরত মুহাম্মদ (সঃ)-এর স্ত্রী বিবি খাদিজা (রাঃ)’র নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ উক্তি করে পোস্ট করে। তার ফেইজবুকের ফ্রেন্ডরা তা দেখে ফেলায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে হাজীগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পেরে সজীবকে আটক করে থানায় নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার এসআই আবদুল মান্নান জানান, সজীব মজুমদারকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আজ (গতকাল) চাঁদপুর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে রিমাণ্ডের আবেদন জানানো হবে।
পুলিশ আরো জানায়, সজিব মজুমদার পুলিশের কাছে ফেইজবুকে পোস্ট করার বিষয় স্বীকার করে জানিয়েছে যে জোক’স নামে একটা আইডি থেকে কপি করে এটি তার আইডি থেকে পোস্ট করেছে। পরে তা সে ডিলেট করে দেয়।
থানার অফিসার ইনচার্জ শাহআলম আটকের কথা স্বীকার করে চাঁদপুর নিউজকে জানান, আটক যুবককে শুক্রবারেই আদালতে পাঠানো হয়েছে। ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে কেউ ফায়দা হাসিলের জন্য এসব করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।