ইউসুফ আরেফিন
করোনার দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে আঘাত হেনেছে। ইউরোপের শীতপ্রধান অনেক দেশে পুনরায় লকডাউন শুরু হয়েছে। বাংলাদেশেও আঘাত হানতে শুরু করেছে দ্বিতীয় ঢেউ। তবে দ্বিতীয় দফা লকডাউনের চিন্তা নেই সরকারের। করোনা পরিস্থিতি যতই খারাপ হোক, স্বাস্থ্যবিধি নিশ্চিতে গুরুত্ব দেবে সরকার। গত কয়েকদিনে দেশে মৃত্যু ও আক্রান্তের হার বেড়েছে। সাধারণ মানুষ সচেতন হয়ে স্বাস্থ্যবিধি না মানলে দেশে বড় বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে জনসাধারণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে ফের জোরাল ভূমিকায় নামছে প্রশাসন। অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল-জরিমানার দিকে এগোচ্ছে প্রশাসন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের পর পরই জেলা-উপজেলা প্রশাসন কঠোর ভূমিকায় নামবে। পথচারীরা মাস্ক ব্যবহার না করলে জরিমানার পাশাপাশি কারাদ- দেওয়ারও চিন্তা রয়েছে। প্রশাসনের শীর্ষ ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন আভাস মিলেছে।