তাইওয়ানের আশেপাশে ফের ১২ টি চীনা যুদ্ধ বিমান এবং পাঁচটি চীনা জাহাজকে শনাক্ত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে পাঁচটি চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের প্রণালী মধ্যরেখা অতিক্রম করেছে। খবর এনডিটিভির।
সম্প্রতি তাইওয়ান সফরে যান মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। তার এই সফর ঘিরে তাইওয়ান ও চীনের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয় উত্তপ্ত বাক্যবিনিময়।
গত ২৫ বছরের মধ্যে ন্যান্সি পেলোসি হচ্ছেন তাইওয়ান সফরে যাওয়া সবচেয়ে উচ্চপদস্থ মার্কিন রাজনীতিক। পেলোসির তাইওয়ান সফরের পর দেশটি ঘিরে নজরবিহীন মহড়া চালায় চীন। এছাড়া নিক্ষেপ করে বহু ক্ষেপণাস্ত্র।
বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, চীন তাইওয়ানের আশেপাশে তাদের সামরিক মহড়া অব্যাহত রেখেছে।