অনলাইন ডেস্ক :
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রেম এবং বিয়ে করে বিপাকে পড়েছেন এক গৃহবধূ। সঙ্গে তার শ্বশুর এবং দেবর। ওই তরুণীসহ তার শ্বশুর ও দেবর এখন পুলিশের হেফাজতে। নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।জানা গেছে, লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের কেরামত শেখের ছেলে জামিল হোসেন (৩২) এর সঙ্গে ঝালকাঠি জেলার নলছিটি থানার পাওতা গ্রামের হুমায়ূন কবির খানের মেয়ে ফারজানা আফরোজের (১৯) ফেসবুকের মাধ্যমে বছর খানেক আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সূত্র ধরে তারা চলতি বছর ২৬জুন ঢাকা জজ কোর্টে নোটারী পাবলিকের মাধ্যমে এবং একই তারিখে ঢাকার কোতয়ালী থানায় বিবাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিয়ে করেন। বর্তমানে জামিল হোসেন সৌদি আরব অবস্থান করছেন। ফারজানা আফরোজ ঢাকার বদরুন্নেছা মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
বিয়ের পর ফারজানার বাবা তিন বার জামাই বাড়িতে বেড়াতে এসেছেন বলে জামিল ফোনে জানান। হঠাৎ করেই ফারজানার বাবা হুমায়ূন কবির মত পরিবর্তন করেন এবং ঝিনাইদহ থানায় বেয়াই কেরামত শেখসহ মেয়ে ফারজানা ও ফারজানার দেবর শেখ মারুফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেন।
লোহাগড়া থানা পুলিশ ১ নভেম্বর শুক্রবার রাতে পাঁচুড়িয়া গ্রামে ফারজানার শ্বশুর বাড়ি থেকে ফারজানা ও তার শ্বশুর এবং দেবরকে আটক করে থানায় নিয়ে আসে ।
লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঝিনাইদহ থানার জরুরি বার্তা পেয়ে তাদের আটক করা হয়েছে। যেহেতু ওই থানায় তাদের বিরুদ্ধে চুরি ও অপহরণ মামলা করেছে মেয়ের বাবা হুমায়ূন কবির। তাই ঝিনাইদহ থানা পুলিশ এসে আসামি নিয়ে যাবে। হুমায়ূন কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি ।