মিজানুর রহমান রানা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর বাসষ্টেন্ডে অবস্থিত ফয়সাল সপিং কমপ্লেক্সের লাকি কুপন-ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে কমপ্লেক্সের নিচতলায় আনুষ্ঠানিকতার মাধ্যমে উন্মুক্তভাবে এ ড্র অনুষ্ঠিত হয়। এ সময় সোস্যাল ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার বজলুর রহমান খানের সভাপতিত্বে ও আলহাজ্ব নাছির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলি এম এ কাদের পাটওয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন, পাটওয়ারী গ্র“প অব কোম্পানির একাউন্টেন্ট মোঃ শহিদুল্লাহ, ঢালি বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী মজিবুর রহমান ঢালী প্রমুখ। কুপন ড্র অনুষ্ঠানে পূর্ব ঘোষনা অনুযায়ী মোট ৪০ টি ইভেন্টে পুরষ্কার প্রদান করা হয়। ড্র অনুষ্ঠানের সময় অনেক পুরষ্কার বিজয়ী তাৎক্ষনিক তাদের কুপনের নাম্বার মিলিয়ে পুরষ্কার নিয়ে নেয়। কুপনের প্রতিটি পুরষ্কারের নাম্বার পুরষ্কারের সামনে দেয়া হলো। ১ম পুরষ্কার ফ্রিজ-১৪৯৪৭, এল সিডি টিভি-১৩৫০, ডিনার সেট- ৩৬২৫, ডিনার সেট-৩০৬৬, ডিনার সেট-১৯৮৯, ডিনার সেট-৯৫৭৩, মোবাইল -১০৪৩৪, মোবাইল ১২৫৪৫৪, মোবাইল -৯২০২, মোবাইল- ৬৫২১, মোবাইল- ১৭১৮, মোবাইল -১২৮৩, প্রেসার কুকার ১২১১, প্রেসার কুকার ১২০৫৮,ব্লেন্ডার-৭৮৭৩, পানির ফিল্টার- ৪৭৮৭, পানির ফিল্টার-১৪৮৫১৯, থ্রি পিচ-৬২২২০, থ্রি পিচ-৬৩৩, টাঙ্গাইল শাড়ী-২৮৬০, টাঙ্গাইল শাড়ী-৭২৫, পাইপেন-১০৮১৬, পাইপেন-৪৭৩৬, সুপসেট-৮৮১৪, সুপসেট-১০১৫৪, ফ্রুট সেট-১০৯৫১, ফ্রুট সেট-১২৫৩৩, গ্লাস সেট-৬৫৯৬, গ্লাস সেট-১০৪২১, ফিন্নি সেট-১২৮৭৯, ফিন্নি সেট ১১৭৬৩, ফিন্নি সেট-১২৬৮৩, ফিন্নি সেট-৮০৭২, ফিন্নি সেট-৮৬৪১, চায়না গেঞ্জি-১২১৫৫, চায়না গেঞ্জি-১০৫৭৯, ফ্লাক্স-৮৭৩৭, ফ্লাক্স-৭৭২৪,ফাক্স-৮৩৬৬, ফ্লাক্স-৪২৪৬। যারা কুপন বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেককে আগামী ২০ জূলাইয়ের মধ্যে যোগাযোগ করে ফয়সাল শপিং কমপ্লেক্সের অফিস কার্যালয় থেকে পুরষ্কার নেয়ার জন্য বলা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।