বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি লেঃ কর্ণেল (অব.) এ এম রাশেদ চৌধুরীর সম্পত্তি জব্দ করলেন স্থানীয় প্রশাসন।
আজ সোমবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর ১’শ ১৫ শতাংশ সম্পাত্তি জব্দ করেছেন। এর পরপরই এলাকাবাসী মিষ্টি বিতরণ করেন।
বঙ্গবন্ধু হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের বিষয়ে সরকার কর্তৃক গঠিত ট্রাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী এই সম্পত্তি জব্দ করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় নির্দেশ প্রদান করেন।
উপজেলা কানুনগো আবুল কাশেম জানান, হাজীগঞ্জ উপজেলাধীন সোনাইমুড়ী ২৪৬ মৌজার নাল, বাগান, ভিটি ও পুকুরে ১৩৬ নং খতিয়ানে ৯.২২৫০ একর সম্পত্তি রয়েছে রাশেদ চৌধুরীর বাবার মৃত শিহাব উদ্দিন চৌধুরী নামে। ওই হিস্যা অনুযায়ী রাশেদ চৌধুরীর নামে ১১৫ শতাংশ সম্পত্তি রয়েছে। তিনি আরো জানান, রাশেদ চৌধুরীর বাড়ীর ৩৯৩ দাগে ১২ শতাংশ, নালা ৬৩১ দাগে ৭৫ শতাংশ ও মাঠে ১১৭২ দাগে ২৮ শতাংশ সম্পত্তি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা বলেন, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর সম্পত্তির উপর লাল পতাকা ও সাইনবোর্ড সাটানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু হানিফ বলেন, সম্পত্তির উপর লাল পতাকা ও সাইনবোর্ড ঝুলানো হয়েছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতির জন্য প্রস্তুতি রয়েছি।
এদিকে রাশেদ চৌধুরীর চাচাতো ভাই শোহেব আহমেদ বলেন, রাশেদ চেীধুরীর dada ২ টি বিয়ে করেছেন। দুই পরিবারের মোট ২০ সন্তান রয়েছে। তিনি দাবী করে বলেন, সম্পত্তি সুসম বন্টন হয়নি।
এলাকাবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য আবু তালেব ও মুন্সী মোহাম্মদ মনির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সম্পত্তি জব্দ করায় সরকারকে অভিনন্দন। কিন্তু পলাতক রাশেদ চেীধুরীর মৃত্যুদন্ড না হওয়া পর্যন্ত এলাকার কলংকের দাগ মুছবে না।
উল্লেখ, গত ৩ এপ্রিল চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ শাখার বিশেষ পুলিশ সুপার আব্দুল বাহার আখন্দ সম্পত্তি ক্রোকের নির্দেশপত্র দেন।
পুলিশ সুপার ৮ এপ্রিল হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। হাজীগঞ্জ থানা পুলিশ স্মারকলিপির মধ্যমে গত ৯ এপ্রিল সম্পত্তি সনাক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা-১ এর স্মারক নং ৭৮৩ ও ৭৮৪ দেখা গেছে, । সম্পত্তির বন্টননামার ভিত্তিতে রাশেদ চৌধুরী প্রাপ্য জমি পৃথক করে ক্রোক ও বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাশেদ চৌধুরীর ১ বোন ও ৮ ভাই রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার নাজমুল হাছান, হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম, ভূমি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।