
আগমী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পুরান বাজার ১,২,৩,৪,৫,নংওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতির বাসভবনে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময সভায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, পৌর আওয়ামী লীগের নেতা মনজুর ইসলাম মঞ্জু, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ন-আহবায়ক সালা উদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ন আহবায়ক আবু পাটোয়ারী, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন বেপারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী।
সংবাদদাতা, চাঁদপুরনিউজ/এমএমএ/