
চাঁদপুর: জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে- ২০২১ খ্রি. ফাইনাল খেলা ২৪ মার্চ (বুধবার) হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম, মাহবুব-উল আলম লিপন।
ফাইনাল খেলায় পৌর ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বনাম ৭, ৮ ও ৯নং ওয়ার্ড (পদ্মা বনাম ডাকাতিয়া দল) অংশগ্রহণ করে। ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এর ডাকাতিয়া দল ৪-০ গোলে বিজয় অর্জন করে। পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক কাজী মনির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ, পৌর সচিব মোহাম্মদ নুর আজম শরীফ।
প্রভাষক জাহিদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার, রোকেয়া বেগম ও মমতাজ বেগম মুক্তা, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মহিসন ফারুক বাদল, জাহিদুল আযহার আলম বেপারী, সুমন তপদার, মো. শাহআলম, কাজী কবির হোসেন, আজাদ হোসেন মজুমদার, মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী ও মো. শাহআলম।
এ ছাড়াও ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, আওয়ামী লীগ নেতা কাজি বিল্লাল হোসেন, সাবেক প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে ফুটবল খেলা পরিচালনা করেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন। খেলা ও উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ও এলাকাবাসীসহ কয়েক শতাধীক দর্শক উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/
