মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান, দৈনিক ইলশেপাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মিজানুর রহমান বলেন, ১৫ আগস্ট এলেই আমাদেরকে সেই নির্মম হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয়। আমরা পুরো জাতি আজ শোকাহত। আমাদের দুর্ভাগ্য আমরা খুব অল্প সময়ের জন্য এমন একজন মহান ব্যক্তিকে পেয়েছি। বিশ্বের বিভিন্ন দেশগুলো যেভাবে বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যার ফলে দেশ অনেক শক্তিশালী হচ্ছে সেই মোহনীয় শক্তি, এত আকর্ষণ একদিনে সৃষ্টি হয় নি। অনেক সময় লেগেছে যার অবদান তিনি হচ্ছেন বঙ্গবন্ধু। তার যে চিন্তা-চেতনা, যে আদর্শ, সেই আদর্শকে বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। আমাদের দলমত ভিন্ন হতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই দেশ সকলের। তাই দেশের প্রতি সবার আন্তরিক ভালোবাসা থাকতে হবে। একটা বিষয়ে আপোষ করলে চলবে না আমরা সবাই এই দেশকে ভালোবাসি কাজেই দেশের মঙ্গলের জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে হবে। আরেকটি একাত্তর আপনার, আমার জীবনে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আমরা সকলেই তাঁর প্রতি কৃতজ্ঞ, যার কারণে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি।
উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এখলাছপুর ইউনিয়ন আওয়ামামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহানউদ্দিন নেতার সভাপতিত্বে ও যুবলীগ সভাপতি আমানউলfহ মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ প্রমূখ।
উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন বেপারী, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিনসহ আওয়ামীলীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।