অভিজিত রায় ॥ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা হাইমচর উপজেলা শাখার আকবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহবায়ক পরেশ চন্দ্র দাস, সদস্য-সচিব কামাল তহবিলদার যুগ্ম আহবায়ক মামুন খান, সদস্য আনোয়ার হোসেন মুন্সী, জাহাঙ্গীর দপাদার, আরিফ খান, ফখরুল ইসলাম রাসেল, সুজন চন্দ্র সরকার, ভবানী শংকর, সাথী দাস দেওয়ান, ফালগুনী দাস দেওয়ান, মঞ্জুর খান, বাবুল কৃষ্ণ পাল, বেলায়েত হোসেন, ফরহাদ বেপারী ও নান্টু চৌধুরী। জেলা কমিটি এ আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করে।