চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুর শহরের শিশু শিক্ষা প্রতিষ্ঠান রেলওয়ে কিন্ডারগার্ডেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী-জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর শহরের রেলওয়ে এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেলওয়ে কিন্ডারগার্ডেনের হলরুমে এ অনুষ্ঠান অত্যান্ত প্রানবন্ধ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শত-শত শিশু শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠান প্রানবন্ত করে তুলেন এবং কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। চাঁদপুর শহরের এ শিশু বিদ্যালয়টিতে প্রতিবছরই এভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে থাকেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি-সনাক টিআইবি চাঁদপুরের সভাপতি-চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক ও চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। তিনি তার বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জন্য ও এ দেশের মানুষের মুক্তির জন্য যে অবদান রেখেছেন তা ইতিহাসের পাতায় চির স্বরনীয় হয়ে হাকবে। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির স্বাধীনতার জন্য বাঙলা ভাষার জন্য নিজের জীবন বাজি রেখে আন্দোলনে প্রধান ভূমিকা রেখে ছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন ভুখন্ড পেয়েছি,বাংলা ভাষার কথা বলতে পারছি এবং বিশে^র দরবারে বাংলা ভাষার স্বকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন আন্ত:জাতিক ভাবে স্বীকৃতি অর্জন করেছে। তিনি আরো বলেন,বঙ্গবন্ধু ফুটবল খেলা বেশী ভাল ভাষতেন এবং শিশুদের খুব বেশী ভাল ভাষতেন বলেই আজ তার জন্ম দিনটি আজ শিশু দিবস হিসেবে পালিত হচেছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ সরকারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট দেবাশীষ কর মধুবাবু। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে পরাধীনতা গ্লানি থেকে মুক্ত করেছেন বলেই আমরা আজ এ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে পেরেছি। তা না হলে আজ আমি আমার এ অবস্থানে আসতে পারতাম না। বঙ্গবন্ধু শিশুদেরকে খুব বেশী ভাল ভাষতেন। সে জন্যই তিনি মহান নেতা হতে পেরেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদেরকে ভাল ভাসেন বলেই তিনি বছরের প্রথমে জানুয়ারীর ১ তারিখে এ দেশের শিশুদের হাতে পাঠ্য পুস্তক তুলে দিয়ে শিক্ষা অর্জনে জাতিকে এগিয়ে নিয়ে গেছেন বহু দুর। এ দেশ স্বাধীন হওয়ার কারনে নারীরা আজ সরকারী চাকরীর ক্ষেত্রে উচ্চ আসনে বসতে পারছেন। নারীরা তাদের যোগ্যতা মত চাকরী পাচেছ। নারীরা আজ পুলিশ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। আমাদের চাঁদপুরে পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন নারী। তাই তিনি শিশুদের ভাল করে শিক্ষা অর্জন করার জন্য আহবান জানান। বিদ্যালয়ের উপধ্যক্ষ রুবিনা মরিয়মের সভাপতিত্বে ও শিক্ষক আরিফ হোসাইনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন,বিদ্যালয়ের অন্যতম সদস্য সাংবাদিক মোহাম্মদ শওকত আলী, বিদ্যালয়ের অন্যতম সদস্য – সমাজ সেবক ও কমিউনিটি পুলিশ চাঁদপুর পৌর কমিটির সাধারন সম্পাদক মো: শাহেদুল হক মোর্শেদ, বিদ্যালয়ের অন্যতম সদস্য- কমিউনিটি পুলিশ অঞ্চল-৫ এর প্রশাসনিক কর্মকর্তা মো; সেলিম রেজা, শিক্ষক নাজমা বেগম,লিপি দেবনার্থ,আয়েশা আক্তার,ফাতেমাতুজ জোহরা ও মো: দেলোযার হোসেন প্রমুখ।
চাঁদপুর নিউজ সংবাদ