স্টাফ রিপোর্টার
গতকাল ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই চাঁদপুর শহরের ৬২নং গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা হয়। বিকেল ৪টার পর শুরু হয় ভোট গণনা। সন্ধ্যার সময় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে ওই কেন্দ্রে যান বিএনপি নেতা শফিকুর রহমান ভূঁইয়া। তিনি কেন্দ্রে প্রবেশ করায় আওয়ামী লীগ কর্মীরা উত্তেজিত হয়ে তার উপর হামলা চালায় ও গাড়ি ভাংচুর করে। ওই ঘটনার সূত্র ধরে তার কিছু সময় অতিবাহিত হওয়ার পর প্রায় ৫০/৬০ জনের একদল অজ্ঞাত যুবক মিশন রোড হতে শুরু করে বঙ্গবন্ধু সড়কের দর্জি বাড়ি পর্যন্ত দোকানপাট ও বিভিন্ন বাসা বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় তাদের হাতে বড় বড় ছেনি, চাপাতি, জিআই পাইপ এবং লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিলো। তারা মিশন রোড বঙ্গবন্ধু সড়কের জেলা ছাত্রদল নেতা মোঃ আজিম মিজি এবং তার বড় ভাই ১২নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন মিজির বাড়িতে হামলা চালিয়ে বাড়ির বেড়ার টিনসহ ব্যাপক ভাংচুর চালায় এবং বিএনপি নেতা আনোয়ার মিজির বাসার জানালার কয়েকটি গ্লাসে হামলা চালিয়ে ভাংচুর করে। একই সাথে ছৈয়াল বাড়ি, বেপারী বাড়ি, হাজী বাড়ি, রাজ বাড়ি, খান বাড়িসহ ওই এলাকার রাস্তার পাশে থাকা কয়েকটি দোকান ও বিয়ে বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। তারা বিয়ে বাড়িতে ঢুকে আলোকসজ্জার রঙিন বাতি, টিউব লাইট ভাংচুর করে এবং গেটের ভেতর কুপিয়ে অনেক ক্ষয়ক্ষতি সাধন করে। তাদের হামলার সময় হাজী বাড়ির সম্মুখে দোকানদার মনির মিজি, দেলু মোল্লা ও মমিন বেপারী আহত হন। ১০/১৫ মিনিটের মধ্যে তারা পুরো এলাকায় এক ভয়ানক অবস্থার সৃষ্টি করে। তাদের ভয়ে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গাড়ি নিয়ে টহল দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।