কবির হোসেন মিজি ॥ চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের দক্ষিন বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়কস্থ মোহাম্মদীয়া জামে মসজিদ ও শাহী ঈদগাঁ মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ সেপ্টেম্বর সকাল ৭ টা ৪৫ মিনিটে উক্ত নামাজের জামাতে ইমামতি করেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি কেফায়েত উল্ল্যাহ। নামাজ শেষে তিনি দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাজী বাড়ি মোহম্মদীয়া জামে মসজিদ ও শাহী ঈদগাঁ কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন মিজি, অ্যাড. আবুল কালাম, সাধারণ সম্পাদক ওয়ালী উল্ল্যাহ পলাশ, সহ সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আকবর হোসেন বাসু, ১২ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি শাহআলম খলিফা, সাংগঠনিক সম্পাদক হযরত আলী রিপন, শহর ছাত্রলীগের সহ সভাপতি আল-আমিন মিয়াজী আমান, শহর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ মানিক বেপারীসহ এলাকার মুরব্বীগন।
প্রসঙ্গত ঃ চাঁদপুর সদর উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীর সার্বিক তত্বাবধানে ১৯৭৯ সাল থেকে দীর্ঘ ৩৮ বছর যাবৎ দক্ষিন বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়ক মোহম্মদী জামে মসজিদ ও শাহী ঈদগাঁ মাঠে প্রতিবছর ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে ।