চাঁদপুর নিউজ রিপোর্ট:
চাঁদপুরে বিজিবির গুলিতে যুবদল কর্মী মো. ফারুক পাটওয়ারী (৩২) নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম লোদেরগাঁও এলাকায় এ নিহতের ঘটনা ঘটে। নিহত ফারুক ওই গ্রামের আঃ রাজ্জাক পাটওয়ারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট বোন রেনু জানায়, বিকাল সোয়া ৫টায় শহর থেকে টহলরত বিজিবি সদস্যরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে ওই এলাকা অতিক্রম করছিলো। ঘটনাস্থলে কিছু ১৮দলীয় কর্মী জড়ো অবস্থায় দাঁড়িয়েছিলো। বিজিবি তাদেরকে ধাওয়া করলে দৌড়ে পালিয়ে যায়। বিজিবি পুনরায় চলে আসার সময় নেতা-কর্মীরা পিছন থেকে তাদেরকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং চারদিক থেকে ঘিরে ফেললে আত্মরক্ষার্থে বিজিবি গুলি করে ছত্র ভঙ্গ করে দেয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফারুক পাটওয়ারী গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমদ কাজল তাকে মৃত বলে জানায়। তবে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও ফারুকের ছোট ভাই কামরুল জানায় ফারুক যুবদলের কর্মী ছিলো।
খবর শুনে চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মাহবুব মোল্লা ময়না তদন্তের জন্য লাশটি থানায় নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমদ কাজল জানায় নিহত ফারুক হাসপাতালে আসার পূর্বেই মারাগেছে। তার পিঠে ও বুকে গুলির চিহ্ন ছিলো।
চাঁদপুর পুলিশ সুপার মো.আমির জাফর জানান, বিজিবি সদস্যরা মহামায়া এলাকা অতিক্রম করার সময় ১৮দলীয় জোটের কর্মীরা বিজিবির গাড়ী লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এতে গাড়ীর গ্লাস ভেঙ্গে যায়। বিজিবি নেতা-কর্মীদের ধাওয়া করে মাঠে নামলে অবরোধকারীরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।