মিজানুর রহমান রানা
১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শবাহী সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল ৫টায় চাঁদপুর প্রেসকাব ভবনস্থ এলিট চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ মহান বদর যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, এ দিবসকে ইয়াওমুল ফোরকান তথা হক ও বাতিলের পার্থক্য করার দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিন ঈমানী চেতনায় স্বল্প সংখ্যক মুহাজিদ বাহিনী বিপুল সংখ্যক প্রশিক্ষিত কাফির সৈন্য বাহিনীকে পরাস্ত করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। প্রিয় নবীর সাহাবাগণের মধ্যে যে নবী প্রেম ছিলো সে প্রেম আমাদের মধ্যে জাগ্রত হলেই আমরা আবার সেই গৌরব ফিরে পাবো। বক্তাগণ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইঙ্গ মার্কিনীদের দোসর ইসরাইলের বর্বোরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭০ হাজার নবীর মাজার এবং প্রিয় নবীর মেরাজ সফরের স্মৃতি বিজড়িত ফিলিস্তিন আজ বিশ্বের বড় শয়তান আমেরিকার ইন্ধন ও আরব বিশ্বের মোনাফেকী আচরণের আগুনে জ্বলছে। মায়ের কোল থেকে শিশুকে টেনে নিয়ে মাথা কেটে ফুটবল খেলা হচ্ছে। কিশোরের লাশকে ক্ষতবিক্ষত করে জ্বালিয়ে ভস্মীভূত করে উল্লাস করছে। বোমা মেরে ঘরবাড়ি ছাড়া করছে ফিলিস্তিনী মুসলিম জনগোষ্ঠীকে। শতাব্দীকালের এ বিষয় ফোঁড়া ইসরাইল আর কতোদিন মুসলমান অসহায় নারী ও শিশুর রক্ত ঝরাবে? তাই আসুন দলমত নির্বিশেষে ফিলিস্তিন মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। বায়তুল মুকাদ্দাস মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়াই হবে বদর যুদ্ধের শিক্ষা। সে জন্য প্রয়োজন সহীহ আকিদা ভিত্তিক বৃহত্তর মুসলিম ঐক্য।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুফতী আঃ রব আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহাম্মদ, চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান ও জেলা গাউছিয়া কমিটির সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদার। ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ আল আবু জাফর মোঃ মাঈনুদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ আনম মুহিবুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন, জেলা ইসলামী ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ আবদুর রাহীম, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হুয়ামুন কবির, ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের, অধ্যক্ষ খন্দকার মুকবুল আহমেদসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ। এ ছাড়া আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওঃ মোঃ হাছানুজ্জামান। মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি আব্দুর রব আল কাদেরী। মুনাজাতে ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। সবশেষে সকলকে ইফতার করানো হয়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।