স্টাফ রিপোটার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মধ্য বাগাদী গ্রামে মরহুম বন্দে আলী হাজী বাড়ী আল নূর জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম’আ প্রধান অতিথি হিসেবে মসজিদের উন্নয়ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রোকনুজ্জামান রোকন। আরো বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা ও বাগাদী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ইছাহাক গাজী। সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন মোল্লা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে যারা উদ্যোগ নিয়েছেন, এ কাজ অবশ্যই ভালো উদ্যোগ। আমাদের আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও আস্থা থাকলে অব্যশই এ মসজিদ নির্মাণ সঠিকভাবে সম্পন্ন হবে। এ জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা সহায়ক হবে। আল্লাহর ঘর প্রতিষ্ঠা লগ্নে আপনাদের সাথে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সকল ভালো কাজে যেন অংশগ্রহন করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব হাফেজ বেপারী, সাধারণ সম্পাদক মো. সেলিম বেপারী, মো. ছায়েদ গাজী, মো. জুলাস বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান খান (সাজু), মো. শাহজাহান বেপারী, মো. শহিদ গাজী, নান্নু গাজীসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।