বন্ধন সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান আলমগীর হায়দার ভূঁইয়ার মানবিক সহায়তায় উওর ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্রী covid-19 টিকার নিবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে উক্ত কর্মসূচি পরিচালনা করেন, বন্ধনের পরামর্শক রিপন গাজী, সভাপতি ইফপাত আল নাঈম তন্ময়, সহ সভাপতি হাবিব তালুকদার, সদস্য হাবিব গাজী,মামুন গাজী , সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না ভূইয়া, ইমন গাজী, সিজন পাঠান, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল গাজী দপ্তর সম্পাদক অপু, অথ বিষায়ক সম্পাদক জয়নাল হাজারি, সদস্য ফিরোজ বন্ধনের জুনিয়র কমিটির সভাপতি রমজান হোসেন। কারিগরি সহায়তা কাজ করেন শান্ত গাজী, মাহফুজ গাজী , আমিনুর রহমান , অনুজ দেবনাথ, জুয়েল গাজী , টিটু গাজী, বাপ্পি গাজী ।