বিবাহিত নারীর একান্ত বাসনা এবং সন্তান সুষ্ঠুভাবে জন্মদান করতে পারার মধ্যেই একজন নারীর পূর্ণতা। কোনো কোনো স্ত্রী লোকের সন্তান উৎপাদনের ক্ষমতা থাকে না, যাকে বন্ধ্যত্ব বলে।
চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও আধুনিকায়নের ফলে বন্ধ্যত্বের সুচিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।
বন্ধ্যত্ব সাধারণত দুই প্রকার। কারণ : পুরুষের ক্ষেত্রে- Testis বা অণ্ডকোষ হতে সুস্থ শুক্রকীট নির্গত না হলে, শুক্রকীট ও ওভাব সঠিকভাবে মিশ্রিত না হলে, শুক্রকীট ও ডিম্বের যথাযথ মিলন না হলে, জন্মগতভাবে বীর্যে শুক্রকীট না থাকলে, একশিরা, ফাইলেরিয়া, গনোরিয়া ইত্যাদি রোগে ভুগলে।
মহিলাদের ক্ষেত্রে ওভারি থেকে সুস্থ ওভাব সৃষ্টি না হলে, ডিম্বকোষে ডিম্বক উৎপাদনের বয়স না হলে, বেশি বয়সে মেনোপজ বা ঋতু বন্ধ হলে, অতিরিক্ত রক্তহীনতা, দৈহিক অপুষ্টির কারণে নারী সন্তানধারণের ক্ষমতা হারিয়ে ফেলে। এ ছাড়া হরমোনজনিত সমস্যার কারণেও হতে পারে।
প্রভাষক ডা. এস.জামান পলাশ
জামান হোমিও হল
মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর
★ 01711-943435
★ 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
ইমেইল- dr.zaman.polash@gmail.com
ওয়েব সাইট –www.zamanhomeo.com