চাঁদপুর শহরের চৌধুরী ঘাটে হোটেল গার্ডেনের পেছনে বসা জুয়ার আসর এখনও বন্ধ হয়নি। প্রশাসন কেনোই বা নীরব ভূমিকায় রয়েছে এ নিয়ে সর্বত্র আলোচনার ঝড় উঠেছে। আর এ জুয়ার আসর পরিচালনাকারী কতিপয় ব্যক্তির খুঁটির জোর কোথায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৪ মার্চ ‘চৌধুরী ঘাটে জুয়ার আসর জমজমাট’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে ওই দিনের জন্যে আসরটি বন্ধ রাখা হয়। পরে সংশ্লিষ্ট মদদদাতা ও কিছু অসাধু ব্যক্তিকে ম্যানেজ করে পুনরায় এ জুয়ার আসর শুরু করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সরজমিনে গিয়ে দেখা যায়, পূর্বের স্থানেই কতিপয় ব্যক্তির বসানো জুয়ার আসর চলছে। আগের চেয়ে গতকাল জুয়াড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। একটি সূত্র জানায়, গত ১৪ই মার্চ পত্রিকায় সংবাদ প্রকাশের পর জুয়ার আসর বসানোর বিষয়ে যারা অবগত ছিলেন ও অর্থের বিনিময়ে নীরব ভূমিকায় বসেছিলেন তাদেরকে পুনরায় ম্যানেজ করে আসরটি চালানো হয়। পূর্বেও জুয়ার আসর নিয়ে সংবাদ প্রকাশ করা হলে ওই সময় তা বন্ধ হয়ে যায়। আর ওই সকল ব্যক্তিই পরে আবার প্রভাব খাটিয়ে জুয়ার জমজমাট আসর বসায়। যা এখন চাঁদপুর শহরময় আলোচিত। জুয়ার আসর বন্ধে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলের এগিয়ে আসা প্রয়োজন।