নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর শহরের বিভিন্ন মন্দিরে সারদীয় দূর্গা পূঁজায় এবং ঈদে উচ্চ স্বরে আওয়াজ (ইকো সাউন্ড সিস্টেম) সম্পূর্ণ বন্ধা রাখার নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও চাঁদপুর পৌরসভা। এ নিয়ে সেপ্টেম্বর মাসে মাসিক আইন শৃংখলা সভায় ব্যাপক আলোকপাত করা হয়। কিন্তু প্রশাসনের কোন নিয়মনীতি তোয়াক্কা না করেই পূঁজা মন্ডপ গুলোতে বিকট আওয়াজে ইকো সাউন্ড সিস্টেম গান বাঁজাতে শুনা যায়। শুক্রবার সন্ধ্যার পর পুরাণ বাজার দাস পাড়া এলাকার মন্ডপে ও গতকাল শনিবার সন্ধ্যার পর শহরের পুরাণ বাজার প্রায় মন্দিরে একই অবস্থা দেখা যায়। পুঁজা ও ঈদ উদযাপন নিয়ে প্রশাসন পৃথক পৃথক সভার আয়োজন করে। জেলা পুঁজা উদযাপন পরিষদ কমিটির সাথে পুলিশ সুপারের কার্যালয়ে এক সভার আয়োজন করে। ওই সভায় উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম কোন ধর্মই অনুমোদন করেনা ব্যাখ্যা দিয়ে ব্যাপক আলোকপাত হয়। চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ ইকো সম্পূর্ণরূপে নিষেদ্ধের কথা বলেন। পুঁজা কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতি মেয়র বলেন, যে এ উচ্চ আওয়াজ অর্থাৎ ইকোর সাপোর্ট করবেন, সে একজন দূর্বৃত্ত। পুলিশ সুপার মো. আমির জাফর ওই সভায় বাচ্চাদের পড়া-শুনা, শিশু ও বয়ষ্কদের শব্দ দুষণসহ এ আওয়াজ ক্ষতিকর বিষয়টি বক্তব্যে তুলে ধরনের। এমনকি এ সাউন্ড সিস্টেম যেখানে পাওয়া যাবে তা জব্দ করার জন্য স্ব স্ব থানার কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, শহর ঘুরে এসব নীতির লঙ্গনই পরিলক্ষিত হলো। বাকী যে সময়টুকু রয়েছে পূঁজার এবং সামনে ঈদ এই সময়ে সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সকলেই আন্তরিক হবেন বলে শহরবাসী মনে করছেন।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।